শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/02/08/photo-1423408855.jpg)
সবাই যখন অতিরিক্ত সময়ের জন্য মনে মনে প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই যেন ‘বিনা মেঘে বজ্রপাত’। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে শেষ মুহূর্তে গোল খেয়ে শিরোপা-স্বপ্ন চুরমার হয়ে গেছে বাংলাদেশের। স্বাগতিকদের হৃদয় ভেঙে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ানদের জয়সূচক গোল এসেছে খেলার অন্তিম মুহূর্তে। ইনজুরি সময়ে মিডফিল্ডার মোহাম্মদ সাইয়াজওয়ানের কর্নার থেকে হেড করে দলের জয় নিশ্চিত করেন ফরোয়ার্ড মোহাম্মদ ফাইজাত।
প্রথমার্ধ দেখে অবশ্য বোঝাই যায়নি ম্যাচটা এমন রোমাঞ্চ আর নাটকীয়তায় শেষ হবে।
বিরতির সময় ২-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দেয় প্রতিপক্ষের ডিফেন্সে। তার সুফল পেতেও সময় লাগেনি।
৪৮ মিনিটে ব্যবধান কমে আসে। ডিফেন্ডার রায়হান হাসানের লম্বা থ্রো থেকে আরেক ডিফেন্ডার নাসির উদ্দিনের জোরালো হেড মালয়েশিয়া গোলরক্ষকের হাতে লেগে ফিরে এলেও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির ফিরতি শট কেউ ঠেকাতে পারেনি।
৫৪ মিনিটে আবার গোল। অধিনায়ক মামুনুল ইসলামের কর্নার থেকে ডিফেন্ডার ইয়াসিন খানের চমৎকার হেড জালে জড়িয়ে সমতা নিয়ে আসে খেলায়, আর উল্লাসে ফেটে পড়ে গ্যালারি ভরা দর্শক।
এর আগে ৩১ মিনিটে নাজিরুল নাইমের অসাধারণ ফ্রি-কিকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া মালয়েশিয়া অধিনায়কের বাঁক খাওয়ানো শট স্পর্শও করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক শহীদুল আলম সোহেল।
এই গোলের পেছনে সোহেলের দায় কম নয়। ফ্রি-কিকের সময় বলের লাইনে যেতে পারেননি এই দীর্ঘদেহী গোলরক্ষক।
৯ মিনিট পর পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন কুমারন। সাইজওয়ানের পাস ধরে বক্সে ঢুকে চমৎকার প্লেসিং শটে গোল করেন তিনি।
বাংলাদেশের দুর্ভাগ্য, সপ্তম মিনিটে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ফরোয়ার্ড জাহিদ। সেমিফাইনালে দুর্দান্ত খেলে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া জাহিদের অনুপস্থিতি ভালোই প্রভাব ফেলেছে দলের খেলায়। তাঁর জায়গায় নামা আব্দুল বাতেন কোমল তেমন সুবিধা করতে পারেননি।
পুরো টুর্নামেন্টে দারুণ খেলা হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস তো খেলতেই পারেননি। খেলা শুরু হওয়ার আগে ওয়ার্ম-আপ করার সময় পায়ের পেশিতে টান পড়ায় মাঠে নামতে পারেননি এই মিডফিল্ডার।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে বাংলাদেশের মিডফিল্ডার জামাল ভূঁইয়ার হাতে। ম্যাচের সেরা খেলোয়াড় মালয়েশিয়ার ফরোয়ার্ড ফাইজাত।