রুদ্ধশ্বাস ম্যাচে ভালো খেলেও হারল সাকিবের দল

সাকিব আল হাসান ব্যাটিং করার সুযোগ পাননি। সাকিব সুযোগ না পেলেও সতীর্থরা ঠিকই আলো ছড়িয়েছেন। তাতে বড় সংগ্রহ পেয়ে যায় গল টাইটান্স। কিন্তু, সেই লক্ষ্যকে উৎরে যায় বাবর আজমের দল কলম্বো স্ট্রাইকার্স। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আজ সোমবার (৭ আগস্ট) মুখোমুখি হয় গল টাইটান্স ও কলম্বো স্ট্রাইকার্স। হাই স্কোরিং ম্যাচে গলকে সাত উইকেটে হারিয়েছে কলম্বো।
শ্রীলঙ্কার পাল্লেকেলেতে টসে হেরে আগে ব্যাট করতে নামে গল। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে গল তোলে ১৮৮ রান। জবাবে ১৯.৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮৯ রান করে কলম্বো।
গলের হয়ে ওপেনিংয়ে দুর্দান্ত সূচনা এনে দেন লাসিথ ক্রুসপুল্লে ও শেভন ড্যানিয়েল। ৭.৫ ওভারে স্কোরবোর্ডে ৮৭ রান যোগ করেন দুজন। লাসিথের ব্যাট থেকে আসে ৩৬ রান। শেভন করেন ৪৯। ৫৪ রানে অপরাজিত থাকেন টিম সেইফার্ট। গল পায় ১৮৮ রানের পুঁজি।
জবাবে কলম্বোর ওপেনিং জুটি ছিল আরও চমৎকার। বাবর আজম ও পাথুম নিশাঙ্কা মিলে করেন ১১১ রানের জুটি। ৫৪ রানে আউট হন নিশাঙ্কা। তবে, সেঞ্চুরি তুলে নেন বাবর। ৫৯ বলে ১০৪ রান করা বাবর আজমকে থামান কাসুন রাজিথা। বাবরের ক্যাচ তালুবন্দি করেন সাকিব।
শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল কলম্বোর। প্রথম বলে বাবর সাজঘরে ফিরলে খেলা জমে ওঠে। কিন্তু মোহাম্মদ নাওয়াজের চার বলে অপরাজিত ১৪ রানে জয়ের স্বপ্ন ভাঙে সাকিবদের। কলম্বো পায় শ্বাসরুদ্ধকর জয়।
ব্যাটিং না পাওয়া সাকিব এদিন বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। চার ওভারে ৩০ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।