নিউজিল্যান্ডকে হারিয়ে আরব আমিরাতের চমক
ধারে-ভারে নিউজিল্যান্ডের কাছাকাছিও নেই আরব আমিরাত। কিন্তু ক্রিকেট মোমেন্টামের খেলা। যে দল এই মোমেন্টাম পেয়ে যায় তাদেরই বাজিমাত। আরব আমিরাতও তেমন চমক দেখাল। নিজেদের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসল সংযুক্ত আরব আমিরাত।
গতকাল শনিবার (২০ আগস্ট) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আমিরাত। এর আগে প্রথমটিতে কিউইরা জেতায় সমতা ফিরল সিরিজে। সীমিত ওভারের দুই সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে আমিরাতের প্রথম জয় এটি।
এদিন আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে অল্পতে আটকে দেয় আরব আমিরাত। মুহাম্মাদ জাওয়াদউল্লাহ ও আয়ান আফজাল খানের দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে থেমে যায় সফরকারীরা।
জবাব দিতে নেমে এই লক্ষ্য ২৬ বল বাকি থাকতেই পেরিয়ে যায় আরব আমিরাত। জয়ের পথে সর্বোচ্চ ৫৫ রান করেন ওয়াসিম। ৪৮ রান আসে আসিফের ব্যাট থেকে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৪২/৮ (বাওয়েস ২১, সাইফার্ট ৭, স্যান্টনার ১, ক্লিভার ০, চাপম্যান ৬৩, ম্যাকনকি ৯, নিশাম ২১, রবীন্দ্র ২, জেমিসন ৮*, সাউদি ৪*; জাওয়াদউল্লাহ ৪-০-১৬-২, আয়ান ৪-০-২০-৩, নাসের ৩-০-২৫-১, জহুর ৪-০-৩৫-১, ফারাজউদ্দিন ৪-০-৩৭-১, বাসিল ১-০-৭-০)।
সংযুক্ত আরব আমিরাত: ১৫.৪ ওভারে ১৪৪/৩ (আরিয়ানস ০, ওয়াসিম ৫৫, আরাভিন্দ ২৫, আসিফ ৪৮*, বাসিল ১২*; সাউদি ৩.৪-০-৩২-১, লিস্টার ২-০-১৭-০, স্যান্টনার ৩-০-২৬-১, জেমিসন ৩-০-৩০-১, ম্যাকনকি ১-০-১৪-০, নিশাম ৩-০-২৪-০)।
ফল: সংযুক্ত আরব আমিরাত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা।