ক্যারিবিয়ান ক্রিকেট কাঠামো ঠিক নেই, বললেন কিমার রোচ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/19/west_indies.jpg)
ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আরেকটি ওয়ানডে বিশ্বকাপ দোরগোড়ায়। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। কিন্তু, এক সময়ের দাপুটে ওয়েস্ট ইন্ডিজ নেই বিশ্বকাপে। তাদের ছাড়া প্রথমবার আয়োজিত হচ্ছে বিশ্ব ক্রিকেটের মেগা আসর। টুর্নামেন্টের বাছাই পর্বই পার হতে পারেনি ক্যারিবিয়ানরা।
দীর্ঘদিন ধরে একটু একটু করে ভেঙে পড়েছে ক্যারিবিয়ান ক্রিকেটের কাঠামো। এক সময় যে দলে ছিলেন স্যার ভিভ রিচার্ড, ক্লাইভ লয়েড, গ্যারি সোবার্স, মাইকেল হোল্ডিং, কার্টলি অ্যামব্রোস, জোয়েল গার্নার, ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দরপল, ক্রিস গেইল, সুনিল নারাইনদের মতো কিংবদন্তিরা; সেই দলে বর্তমানে তারকা খুঁজে পাওয়া দায়। ক্রিকেটারদের নাম যেন বড্ড অচেনা।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/09/19/west_indies_inner.jpg)
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভক্তদের জন্য এমন দুরাবস্থা মেনে নেওয়া কঠিন। যেমনটা মেনে নিতে কষ্ট হচ্ছে গত তিন ওয়ানডে বিশ্বকাপে ক্যারিবিয়ানদের প্রতিনিধিত্ব করা পেসার কিমার রোচের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা রোচ সম্প্রতি মুখোমুখি হয়েছেন বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেনের সাপ্তাহিক পডকাস্টে। সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয় পডকাস্টটি।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের খেলতে না পারা ও দলের ভঙ্গুর অবস্থা নিয়ে রোচ বলেন— ‘আমি জানি বিশ্বকাপ খেলতে না পারাটা খুবই হতাশাজনক। আমাদের ক্রিকেটকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে অনেক কিছু করতে হবে। সত্যি বলতে, আমাদের ক্রিকেট কাঠামোই ঠিক নেই। এটি ঠিক করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষ থেকে শুরু করে সবার এটি নিয়ে আলোচনা করা উচিত যে কীভাবে উন্নতি করা যায়। আমি মনেপ্রাণে চাই, যারা আগামী চার বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দায়িত্বে থাকবে, তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের ক্রিকেটকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে।’