বিশ্বকাপ জয়ের সুবর্ণজয়ন্তী পালন করবে ওয়েস্ট ইন্ডিজ

একটা সময় ক্রিকেটে প্রবল দাপট ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দুটি ওয়ানডে বিশ্বকাপ প্রায় অপ্রতিরোধ্যভাবে জিতেছিল ক্যারিবিয়ানরা। এরপর অবশ্য বিশ্বকাপ আর উঁচিয়ে ধরতে পারেনি দেশটি। ক্লাইভ লয়েডের হাতে প্রথমবার বিশ্বকাপ উঠেছিল ১৯৫০ সালে।
১৯৭৫ সালের ২১ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসেছিল পুরো ওয়েস্ট ইন্ডিজ। ঐতিহাসিক সেই জয়ের ৫০ বছর পূর্তি হবে চলতি বছর ২১ জুন। ১৯৭৫ থেকে ২০২৫, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান ঘটা করে উদযাপন করতে যাচ্ছে উইন্ডিজ ক্রিকেট। ক্রিকেটভিত্তিক ওয়েবসিইট ক্রিকবাজ আজ বুধবার (২ এপ্রিল) জানিয়েছে এমন খবর।
কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েডের হাতে তৎকালীন প্রুডেন্সিয়াল কাপের ট্রফি তুলে ধরার ছবিটি এখনও ক্রিকেট বিশ্বের কাছে জ্বলজ্বলে স্মৃতি হয়ে আছে। অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। ম্যাচজয়ী সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে সামনে থেকে নেতৃত্ব দেন লয়েড। ১৭ রানে জিতে ইতিহাসের পাতায় নিজেদের অমর করে নেয় ওয়েস্ট ইন্ডিজ দল।
সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং বলেছেন, ‘অবশ্যই আমরা এই মুহূর্ত উদযাপন করতে চাই। নির্দিষ্ট সময়ে এ সম্পর্কে সবাইকে বিস্তারিত জানানো হবে। এখন বিস্তারিত কিছু বলছি না।’
ধারণা করা হচ্ছে, আগামী ২৫ জুন কিংস্টোন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্বাডোজে টেস্ট ম্যাচের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান আয়োজন করা হবে।