আবারও ছক্কার রেকর্ড গড়লেন রোহিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/15/ro-hit-six-afp.jpg)
আধুনিক ক্রিকেট মানেই যেন ধুন্ধুমার ব্যাটিং প্রদর্শনী। সময়ের সঙ্গে ক্রিকেটে কৌশলের চেয়ে পাওয়ার হিটিংয়ের কদর বেড়েছে। টি-টোয়েন্টির তাপ লেগেছে ওয়ানডের গায়েও। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ব্যাটারদের ছক্কা মারার অলিখিত প্রতিযোগিতা। সেখানে রোহিত শর্মা ছাড়িয়ে গেছেন সবাইকে। ভারতীয় অধিনায়কের ডাকনামই যে হয়ে গেছে ‘রো-হিটম্যান।’
নেদারল্যান্ডসের বিপক্ষে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে গড়েছিলেন ছক্কার নতুন রেকর্ড। এক বছরে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড এখন তার। আজ গড়লেন আরেক রেকর্ড, সেটিও ছক্কাময়। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার মারার রেকর্ডটা এখন রোহিতের।
আজ বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। ম্যাচে ২৯ বলে ৪৭ রান করেছেন রোহিত। ছয় মেরেছেন চারটি। এতেই ভারতীয় অধিনায়ক পেছনে ফেলেছেন বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা মারা ক্রিস গেইলকে। গেইলের ৪৯ ছক্কা ছাপিয়ে ওয়ানডে বিশ্বকাপে রোহিতের ছক্কা এখন ৫০টি। ছক্কার হাফসেঞ্চুরি ছুঁতে রোহিত খেলেছেন ২৭ ইনিংস।
দুইয়ে থাকা ‘ইউনিভার্স বস’—খ্যাত ক্যারিবিয়ান তারকা গেইল ৪৯ ছয় মেরেছেন ৩৪ ম্যাচে। তৃতীয় স্থানে আছেন অসি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। ২৩ ইনিংসে ৪৩টি ছক্কা মেরেছেন ‘ম্যাড ম্যাক্স।’ চতুর্থ স্থানে আছেন ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’—খ্যাত এবি ডি ভিলিয়ার্স। ২২ ম্যাচে ৩৭ ছক্কা মেরেছেন দক্ষিণ আফ্রিকান এই তারকা। তালিকার পাঁচে আছেন আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। ভিলিয়ার্সের সমান ৩৭টি ছক্কা তারও, তবে খেলেছেন ২৭ ইনিংস।