আগামী দুই বছর দেশের জন্য গুরুত্বপূর্ণ : শান্ত

বিশ্বকাপের পর বাংলাদেশের প্রথম সিরিজ। হতাশা কাটাতে এই সিরিজটি বেশ গুরুত্ব বহন করছে স্বাগতিকদের কাছে। বিশ্বকাপ হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ নামছে টেস্টে। ফরম্যাট ভিন্ন হলেও লক্ষ্য জয়ের ধারায় ফেরা। চোটের কারণে দলে নেই অনেক জ্যেষ্ঠ খেলোয়াড়। এমন পরিস্থিতিতে সব হতাশাকে পেছনে ফেলার প্রত্যয় নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর)। সিরিজে স্বাগতিক বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্টে প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্ব রাখছে আরও একটি কারণে।
টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে (২০২৩-২৫) এটিই বাংলাদেশের প্রথম সিরিজ। তাই সতর্ক থাকতে হবে প্রতিটি ম্যাচেই। দিতে হবে সামর্থ্যের সেরাটা। এই সিরিজ ও টেস্ট চক্রে বাংলাদেশের সামনের দিনগুলো নিয়ে আজ সোমবার (২৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক শান্ত।
শান্ত বলেন, ‘আমাদের টেস্ট ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা সামনে অলমোস্ট ১৪টা টেস্ট খেলব। এ বছর দুইটা। আগামী বছর আরও ১২টা। টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে দেশের মাটিতে যেসব ম্যাচ অনুষ্ঠিত হবে, সেগুলোতে কীভাবে জিতবে পারি, দল হিসেবে এটিই আমাদের প্রথম লক্ষ্য। এরপর বাইরের মাঠে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, তা আমাদের শক্তিমত্তার জানান দেবে। দল হিসেবে আমরা কেমন করতে পারি, সেটি প্রমাণিত হবে।’