শুরুটা মন্দ নয় বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) মাঠে নেমেছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা দেখেশুনেই করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। শুরুর ধীরস্থিরতা ধরে রাখতে পারেননি ওপেনার জাকির। কিউই স্পিনারদের বুঝেশুনে মোকাবিলা করছিলেন তিনি। তবে, ১৩তম ওভারের তৃতীয় বলে এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এর আগে ৪১ বলে ১২ রান করেন। জাকির ফিরলেও উইকেট আগলে রেখেছেন জয়। তাকে সঙ্গ দিচ্ছেন ওয়ানডাউনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশে নতুন মুখ দিপু
এর আগে ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে আজ অভিষিক্ত হন শাহাদাত হোসেন দিপু। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন মমিনুল হক। মিডল অর্ডার এই ব্যাটারের পাশাপাশি তারুণ্যনির্ভর দল নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন দিপু।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে চলতি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। তিনি জানান, দলে না থাকলেও তাকে কল দিয়ে সবার খবর নিয়েছেন ও শুভ কামনা জানিয়েছেন সাকিব।
গতকাল সোমবার বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘সাকিব ভাইকে অবশ্যই মিস করব। প্রত্যেকটা খেলোয়াড়ই তাকে মিস করবে। তিনি ফোন দিয়েছেন গতকাল। দলের ব্যাপারে কথা বলেছেন। দলের সবাইকে শুভ কামনা জানিয়েছেন। সুযোগ পাওয়া সব খেলোয়াড়কেই উইশ করেছেন। বলেছেন, আমরা যেমনটা পারি, সেভাবে যেন খেলি।’
এর আগে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড কোচ লুক রনচি বলেন, ‘বাংলাদেশ দলে সাকিব-তামিম নেই। এটি আমাদের জন্য স্বস্তিদায়ক। ঘরের মাঠে বাংলাদেশ সবসময়ই শক্তিশালী দল। তবে, প্রায় দুই মাসের ওপর আমরা ভারতীয় উপমহাদেশে খেলছি। এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। ফরম্যাট ভিন্ন হলেও আশা করি এটি আমাদের সাহায্য করবে।’