দ্বিতীয় সেশন শেষে খানিক ব্যাকফুটে বাংলাদেশ

মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক দ্বিতীয় সেশনে লম্বা সময় ধরে বাংলাদেশকে কক্ষপথে রাখেন। দুজনের ৮৮ রানের জুটিতে এই সেশনে বিপদ আসতে দেননি। কিন্তু, হঠাৎই ছন্দপতন। দলীয় ১৮০ রানে মমিনুলকে ফিরিয়ে জুটি ভাঙেন গ্লেন ফিলিপস। উইকেটের পেছনে টম ব্লান্ডেলের ক্যাচে পরিণত হন মমিনুল। আউট হওয়ার আগে ৩৭ রান করেন তিনি। দ্বিতীয় সেশনের শুরুতেই ফিফটি হাঁকানো জয় এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকে। ব্যক্তিগত ৮৬ রানে থামতে হয় তাকে। ১৬৬ বলে ১১ চারে ৮৬ রান করা জয়কে স্লিপে ডেরিল মিচেলের ক্যাচ বানান ইশ সোধি।
দুই উইকেটে ১০৪ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করা বাংলাদেশ পরের সেশন শেষ করে চার উইকেটে ১৮৫ রান নিয়ে। কেবল দ্বিতীয় সেশনে বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে দুই উইকেটে ৮১ রান। মুশফিকুর রহিম ও অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু শুরু করবেন তৃতীয় ও দিনের শেষ সেশন।
প্রথম সেশন শেষ বাংলাদেশের
প্রথম সেশন দুই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাকির হোসেন ১২ রান করে আউট হন। দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জাকির তবু ৪১ বল মোকাবিলা করেছিলেন। ১৩তম ওভারের তৃতীয় বলে এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
জাকির আউট হলে ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্টে প্রথমবার দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। একজন অধিনায়ক হয়ে সাজঘরে ফিরলেন দায়িত্বহীনতার পরিচয় দিয়ে। ক্রিজে এসেই আগ্রাসী মেজাজে ব্যাট চালান। যেন ওয়ানডে ম্যাচের শেষ দিকে নেমে দলের রান বাড়ানোর কাজটা করছেন! অথচ, তিনি ভুলে গেলেন, সবে ওয়ানডাউনে নেমেছেন। আসল কাজ উইকেট ধরে রাখা। সেশন ধরে এগোনো।
সেটি না করে শান্ত খেললেন ঝড়ো ইনিংস। ৩৫ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৭ রান করে আউট হলেন গ্লেন ফিলিপসের নিরীহ এক ডেলিভারিতে। আপার ফুলটসে এগিয়ে এসে লং অনে শট মারেন শান্ত। ওপরের ব্যাটে বল লেগে সেটি কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হয়। এমন বলে উইকেট পাবেন, তা হয়তো ভাবেননি ফিলিপস নিজেও। উইলিয়ামসন ক্যাচ নেওয়ার পর মাথায় হাত দিয়ে অবিশ্বাসের হাসি হাসেন ফিলিপস।
বাংলাদেশ একাদশে নতুন মুখ দিপু
এর আগে ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে আজ অভিষিক্ত হন শাহাদাত হোসেন দিপু। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন মমিনুল হক। মিডল অর্ডার এই ব্যাটারের পাশাপাশি তারুণ্যনির্ভর দল নিয়ে মাঠে নামে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম ও শাহাদাত হোসেন দিপু।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে চলতি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। তিনি জানান, দলে না থাকলেও তাকে কল দিয়ে সবার খবর নিয়েছেন ও শুভ কামনা জানিয়েছেন সাকিব।
গতকাল সোমবার বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘সাকিব ভাইকে অবশ্যই মিস করব। প্রত্যেকটা খেলোয়াড়ই তাকে মিস করবে। তিনি ফোন দিয়েছেন গতকাল। দলের ব্যাপারে কথা বলেছেন। দলের সবাইকে শুভ কামনা জানিয়েছেন। সুযোগ পাওয়া সব খেলোয়াড়কেই উইশ করেছেন। বলেছেন, আমরা যেমনটা পারি, সেভাবে যেন খেলি।’
এর আগে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড কোচ লুক রনচি বলেন, ‘বাংলাদেশ দলে সাকিব-তামিম নেই। এটি আমাদের জন্য স্বস্তিদায়ক। ঘরের মাঠে বাংলাদেশ সবসময়ই শক্তিশালী দল। তবে, প্রায় দুই মাসের ওপর আমরা ভারতীয় উপমহাদেশে খেলছি। এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। ফরম্যাট ভিন্ন হলেও আশা করি এটি আমাদের সাহায্য করবে।’