স্কালোনিকে পেতে চায় রিয়াল মাদ্রিদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে লিওনেল মেসির যতটা অবদান, মাঠের বাইরে তারচেয়ে কোনো অংশেই কম নয় লিওনেল স্কালোনির। স্কালোনি দায়িত্ব নেওয়ার পর পুরো পাল্টে গেছে আর্জেন্টিনা ফুটবল দলের চিত্র। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে তার অধীনেই বিশ্বকাপের দেখা পেয়েছে আর্জেন্টাইনরা। শুধু তাই নয়, তার অধীনেই আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা ও ফিনালিসিমা। হয়েছেন ২০২২ সালে ফিফার বর্ষসেরা কোচ।
তবে, আলবিসেলেস্তেদের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। গত ২২ নভেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা স্কালোনি যেন হতবাক করে দিলেন সবাইকে। হঠাৎ করেই ইঙ্গিত দিলেন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর। যদিও, স্পষ্ট করে কোনো কারণ জানাননি তিনি।
অন্যদিকে, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তির সঙ্গে চলতি মৌসুম শেষে চুক্তি শেষ হবে মাদ্রিদের। তাকে পেতে আগ্রহী ব্রাজিল জাতীয় দল। মাদ্রিদ অবশ্য চুক্তি নবায়ন করতে ইচ্ছুক। কিন্তু, কোনো কারণে না হলে বিকল্প হিসেবে আর্জেন্টাইন কোচ স্কালোনিকে চায় রিয়াল মাদ্রিদ। এ ব্যাপারে তার সঙ্গে কথা হয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষের, এমনটিই দাবি করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে।
মুন্ডো আলবিসেলেস্তে তাদের প্রতিবেদনে জানায়, ‘স্কালোনির বর্তমান অবস্থা অবলোকন করেছে মাদ্রিদ। তারা এখন স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে। কথাবার্তা একদমই প্রাথমিক অবস্থায় আছে। কোনোকিছু এখনও নিশ্চিত নয়।’