শ্রীলঙ্কার নতুন নির্বাচক প্যানেলে থারাঙ্গা-মেন্ডিস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/14/mendis_tharanga.jpg)
২০২৩ ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার ভরাডুবির পর নতুন নির্বাচক কমিটি গঠন করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সাবেক ক্রিকেটার উপুল থারাঙ্গাকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের এই নির্বাচক প্যানেলে প্রাধান্য পেয়েছে মেন্ডিস-পেরেরার মতো সাবেক ক্রিকেটাররা।
গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নতুন নির্বাচক কমিটি নিয়োগের বিষয়টি নিশ্চিত করে এসএলসি। থারাঙ্গা ছাড়াও গঠিত এ কমিটিতে আছেন আরও আছেন অজন্তা মেন্ডিস, ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পরানাভিতানা ও দিলরুয়ান পেরেরা। এ কমিটিকে দুই বছরের জন্য জাতীয় দল নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান থারাঙ্গাই এ পাঁচজন সাবেক ক্রিকেটারের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে অভিজ্ঞ। প্রায় ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩১টি টেস্ট ও ২৬টি টি-টোয়েন্টির সঙ্গে বাঁহাতি এ ব্যাটসম্যান খেলেছেন ২৩৫টি ওয়ানডে। ৫০ ওভারের সংস্করণে ১৫টি শতক ও ৩৭টি অর্ধশতক আছে তার।
নতুন কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। আইসিসির নিষেধাজ্ঞায় থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা নেই শ্রীলঙ্কার।
এর আগে, ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছে। সহসাই লঙ্কানরা সদস্যপদ ফিরে পাচ্ছে না বলেই সেখান থেকে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে।