এবার শান্তর চোখ দ্বিতীয় টি-টোয়েন্টিতে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/27/_shanto-afp.jpg)
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে একের পর এক অসাধ্য সাধন করছে বাংলাদেশ। আত্মবিশ্বাস, সাহস ও দলগত পারফরম্যান্সের সম্মিলনে বাংলাদেশ হয়ে উঠেছে অনবদ্য। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দেশে ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও বাংলাদেশ পেল অধরা জয়। নেপিয়ারে আজ বুধবার (২৭ ডিসেম্বর) কিউইদের পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। শুরু থেকে শেষ অবধি একবারের জন্যও মনে হয়নি হাল ছেড়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগেরদিন গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) শান্ত বলেছিলেন, ‘অতিরিক্ত কোনো কিছু আশা করি না। আমরা যেটা পারি সেটাই করার চেষ্টা করব। মাঠে একটা দল হয়ে খেলার চেষ্টা করব। দলগতভাবে খেলা খুব গুরুত্বপূর্ণ। আজকে একটা ভালো অনুশীলন সেশন ছিল। সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। আমার মনে হয়, সবাই দলগতভাবে পারফর্ম করতে মুখিয়ে আছে। আশা করছি সবাই মিলে দল হয়ে একটি ভালো ম্যাচ খেলব।’
সেই ভালো ম্যাচের পর এবার শান্তর চোখ দ্বিতীয় টি-টোয়েন্টি। যে ম্যাচ জিতলে নিশ্চিত হবে সিরিজ। প্রথম ম্যাচের পরই তাই অধিনায়ক ছক কষছেন পরের ম্যাচের। আগামী ২৯ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে আজ শান্ত বলেন, ‘জয়ের পর খুবই রোমাঞ্চিত লাগছে। আমরা যেভাবে খেলেছি, তাতে গর্বিত। সবাই এখানে দ্রুত শিখেছে। ক্রিকেটের সৌন্দর্য এটিই (রানের জবাবে চাপ)। তবে, তাদের আটকে দেওয়ার পর থেকেই আত্মবিশ্বাসী ছিলাম আমরা। খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। আশা করি, সামনের টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব আমরা। সেদিকেই এখন মনযোগ দেব।’