এশিয়া কাপে শান্তকে না রাখার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার ঘোষিত এই দলে জায়গা হয়নি টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। অবশ্য শুধু এশিয়া কাপ নয়, গত কয়েকটি সিরিজেই ছিলেন না শান্ত।
শান্তর এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আজ শনিবার (২৩ আগস্ট) মিরপুরে এশিয়া কাপের স্কোয়াড নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন লিপু। সেখানেই জানান, শান্তকে না রাখার কারণ।
লিপু বলেন, ‘শান্ত যখন প্রথমবার দল থেকে বাদ পড়েন, তখন থেকেই তার সঙ্গে কথা হয়েছে। তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আমরা কী চাই। তিনি জানেন কামব্যাক করতে হলে তাকে কী করতে হবে, কী নিয়ে কাজ করতে হবে।’
টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালে তাকে বাংলাদেশের তিন ফরম্যাটেরই অধিনায়ক করা হয়েছিল। গত বছরের মাঝামাঝি সময় থেকেই গুঞ্জন ওঠেছিল টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিবেন শান্ত। সেটি বাস্তব হয়েছিল চলতি বছরের শুরুতে।
টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ার সময় শান্ত জানিয়েছিলেন, নিজের ব্যাটিংয়ের উন্নতিতে মনযোগ দিতেই অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন তিনি। অধিনায়কের দায়িত্ব ছাড়ার পরে অবশ্য এই সংস্করণে খুব বেশি দেখা যায়নি শান্তকে। টি-টোয়েন্টিতে অনেকটা ব্রাত্য তিনি।