ব্রাজিলের কোচ না হওয়ার কারণ জানালেন আনচেলত্তি

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পরই পদত্যাগ করেন ব্রাজিলের কোচ তিতে। এরপর থেকে জ্বল্পনা-কল্পনা, কে হচ্ছেন বিশ্বের অন্যতম সেরা দলটির কোচ? এক বছর পার হয়ে গেলেও তিতের বিকল্প খুঁজে পায়নি সেলেসাওরা। কোচ হওয়ার দৌড়ে জোরেশোরে কার্লো আনচেলত্তির নাম শোনা গেলেও, রিয়াল মাদ্রিদে থাকার সিদ্ধান্ত তার। এবার ব্রাজিলের কোচ না হওয়ার কারণ জানালেন আনচেলত্তি।
আজ বুধবার (৩ জানুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলে না গিয়ে রিয়ালে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আনচেলত্তি বলেন,‘সবাই জানেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যে শ্রদ্ধা ও আগ্রহ তিনি দেখিয়েছেন, সে জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। আসলে, সিবিএফের সভাপতি পদে এদনালদো এখন আর বোর্ডে নেই। আর শেষ পর্যন্ত পার্থক্য হয়ে দাঁড়ায় ওই ব্যাপারটাই। যার কারণে আমার এমন সিদ্ধান্ত।’
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে চলতি বছরের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল আনচেলত্তির। সে চুক্তি আরও দুই বছর বাড়িয়ে নিয়েছে দুই পক্ষ। ফলে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন তিনি।
গত বছরের ৭ ডিসেম্বর আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদ থেকে এদনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয়। ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে আনচেলত্তিকে রাজি করানোর পেছনে মুখ্য ভূমিকা ছিল তার। মূলত, এদনালদোর বিদায়ের পরেই অনিশ্চিত হয়ে পড়ে আনচেলত্তির ব্রাজিলে যোগ দেওয়ার বিষয়টি।