প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন হৃদয়
লম্বা সময় ধরে হাসছিল না জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যাট। বিশ্বকাপে পর থেকে রান খরায় ভুগছেন এই ব্যাটার। বিপিএলেও সেই ধারা ছিল অব্যাহত। অবশেষে, দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ১০৮ রানের ঝড়ো ইনিংস খেলে ছন্দে ফিরেছেন হৃদয়। যা তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। এমন স্মরণীয় সেঞ্চুরি নিজের মাকে উৎসর্গ করেছেন এই ডানহাতি ব্যাটার।
গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) হৃদয়ের এমন ইনিংসে ভর করেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাইতো ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই মিডল অর্ডার ব্যাটারের হাতে। পুরস্কার নেওয়ার সময় নিজের মাকে সেঞ্চুরি উৎসর্গ করেন হৃদয়।
ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা হৃদয় বলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন, যে একটা সেঞ্চুরি করবে। গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এবার সেঞ্চুরি হয়েছে। এই অর্জন মাকেই উৎসর্গ করছি।’
হৃদয় আরও যোগ করেন, ‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলার। কারণ রান ছিল ১৭০ প্লাস। যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই তাহলে ম্যাচ থেকে ছিটকে যাব। আসলে, ছয় মারতে পাওয়ার দরকার হয়, বড় প্লেয়াররা ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের যারা আছে তারাই সাধারণত বড় বড় ছয় মারে। আমাদের দেশের ব্যাটাররাও বড় ছয় মারে, কিন্তু হয়তো তাদের মতো নয়। ’