সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শরিফুল

বল হাতে গত বছরটা দারুণ কেটেছে শরিফুল ইসলামের। নতুন বলে হয়ে উঠেছেন বাংলাদেশের অন্যতম ভরসা। এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিজেকে মেলে ধরতে না পারলেও বুধবার (৬ মার্চ) দ্বিতীয় ম্যাচে ফিরেছেন আপন ছন্দে। প্রথম ওভার মেডেন দিয়ে শুরু করেন বাঁহাতি এই পেসার। চার ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেন মাত্র ২০ রান।
ম্যাচ শেষে শরিফুলের কন্ঠে ঝরল তৃপ্তির সুর। নিজের বোলিং নিয়ে তিনি বলেন, ‘মেডেন দিয়ে শুরু করাটা আসলেই দারুণ। আগের ম্যাচটা ভালো করতে পারিনি। এই ম্যাচে ভালো করাটা দরকার ছিল। টি-টোয়েন্টিতে চার ওভারে ২৪ এর নিচে দেওয়া গেলে সবারই ভালো লাগে। উইকেট না পেলেও আমার মনে হয় দলের জন্য এটি খুব হেল্পফুল।’
তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। শেষ টি-টোয়েন্টিতে আগামী ৯ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। জিতলে সিরিজ নিজেদের ঘরেই রাখবে স্বাগতিকরা। সেই ব্যাপারে আত্মবিশ্বাসী শরিফুল। জানালেন, সবাই মিলে চেষ্টা করবেন সিরিজ ঘরে রাখার।
শরিফুল বলেন, ‘আমরা যেভাবে দল হয়ে খেলছি, এ ম্যাচে যেভাবে খেলেছি, এমনটা হলে আশা করি আমরা সিরিজটা জিতব। পরিকল্পনা অনুযায়ী খেলছে সবাই। সবার মধ্যে জয়ের মানসিকতা আছে। সিরিজ আমাদের হাতে রাখার জন্য শতভাগ চেষ্টা করব। ’