সিরিজ নিশ্চিতের ম্যাচে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ মানেই এখন অন্যরকম উত্তেজনা, কেউ যেন কাউকে একবিন্দু ছাড় দিতে নারাজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও এবার সিরিজ নিশ্চিতের মিশনে মাঠে নামছে দুদল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ।
আজ শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে পেসার শরিফুলের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও এই ম্যাচে খেলছেন তিনি।
শুধু সিরিজ জয় নয়, বাংলাদেশের জন্য এই ম্যাচটি আরও একটি কারণে মহাগুরুত্বপূর্ণ। লঙ্কানদের বিপক্ষে অনেক দ্বৈরথ জিতলেও কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতা হয়নি। এবার শান্তদের সামনে ইতিহাস গড়ার হাতছানি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে পারলে বাড়তি আত্মবিশ্বাস যোগ হবে। কারণ আসছে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে। অপেক্ষাকৃত ছোট দলের বিপক্ষে সাফল্য প্রত্যাশিতই। সেখানে জিতলে তেমন আলোচনা হবে না। এদিক থেকে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ জয়টা টনিক হিসেবে কাজ করবে।