ধনঞ্জয়াকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম সাফল্য

সামান্য ব্যবধানের হারে পিছিয়ে পড়ার পর সহজ জয়ে সিরিজে সমতা টেনেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে ঘুরে দাঁড়ানোর পর এবার সিরিজ নিজেদের করার অভিযানে মাঠে নেমেছে লাল-সবুজের দল। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি লঙ্কানদের।
আজ শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের ব্যাটে ভালো শুরুর ইঙ্গিত দেয় লঙ্কানরা। যদিও তাদের জুটি বড় হয়নি। দলীয় ১৮ রানের মাথায় তাসকিনের বলে পুল করতে গিয়ে সৌম্য সরকারের হাতে ক্যাচ তুলে ফেরেন সিলভা। ১২ বলে ৮ রানের বেশি করতে পারেনি তিনি।
টস জিতে অপরিবর্তিত একাদশ নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
ইতিহাস গড়ার হাতছানিতে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। শ্রীলঙ্কা একাদশে পরিবর্তন এনেছে তিনটি। চোট নিয়ে পাথিরানা ছিটকে যাওয়ায় তার জায়গায় এসেছেন থুশারা। নিষেধাজ্ঞা কাটিয়ে নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গা আসায় বাদ পড়েছেন মধুশঙ্কা। বাজে ফর্মে আভিষ্কা ফার্নান্ডো বাদ পড়েছেন। তার জায়গায় এসেছেন ধনাঞ্জয়া।