থুসারার হ্যাটট্রিকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

বাংলাদেশের সামনে লক্ষ্যটা চ্যালেঞ্জিং। শ্রীলঙ্কাকে ম্যাচ ও সিরিজ হারাতে স্বাগতিকদের প্রয়োজন ১৭৫ রান। আগের টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে দারুণ শুরু এনে দিয়েছিলেন লিটন দাস ও সৌম্য সরকার। তবে, আজ ব্যর্থ লিটন। ধনঞ্জয়া ডি সিলভার বলে স্কয়ার লেগে দাসুন শানাকার ক্যাচে পরিণত হন তিনি। তার ব্যাট থেকে আগে ১১ বলে মাত্র সাত রান।
লিটনকে হারানোর পর মাঠে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নুয়ান থুসারার বলে বোল্ড হয়ে পেরেন তিনি। ছয় বলে এক রানের বেশি করতে পারেননি আগের ম্যাচের নায়ক শান্ত।
পরের বলেই ফিরে যান তাওহিদ হৃদয়। বোল্ড হয়ে গোল্ডেন ডাকের লজ্জায় পড়েন হৃদয়। তাকেও ফেরান থুসারা।
হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন লঙ্কান এই পেসার। চতুর্থ ওভারের দ্বিতীয় ও তৃতীয় ওভারে পরপর বোল্ড করা থুসারার মুখোমুখি হন মাহমুদউল্লাহ। লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন তিনি। তবে, বাঁচতে পারেননি।
১৫ রানে চার উইকেট হারানো বাংলাদেশের হয়ে ক্রিজে লড়াই করছেন সৌম্য ও জাকের আলী অনিক।