জীবনের প্রথম হ্যাটট্রিকে আনন্দিত থুসারা

বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারের দুই, তিন ও চার নম্বর বলটা চিরকাল মনে রাখবেন নুয়ান থুসারা। লঙ্কান এই বোলারের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক আসে এই তিন বলে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটা ছিল আজ শনিবার (৯ মার্চ)। ১-১ সমতা থাকায় এটি হয়ে ওঠে অলিখিত ফাইনাল। সেই ফাইনালেই থুসারার বোলিং তোপে পড়ে বাংলাদেশ।
ওভারের দ্বিতীয় বলে থুসারার বলে বোল্ড হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ছয় বলে এক রানের বেশি করতে পারেননি আগের ম্যাচের নায়ক। পরের বলেই ফিরে যান তাওহিদ হৃদয়। বোল্ড হয়ে গোল্ডেন ডাকের লজ্জায় পড়েন হৃদয়। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান লঙ্কান এই পেসার। চতুর্থ বলে থুসারার মুখোমুখি হন মাহমুদউল্লাহ। লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন। তবে, বাঁচতে পারেননি।
হ্যাটট্রিকের পাশাপাশি ম্যাচে ফাইফার পান থুসারা। চার ওভারে এক মেডেনসহ ২০ রানে পাঁচ শিকারে হন ম্যাচসেরা। বাংলাদেশ ম্যাচটি হারে ২৮ রানে, সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ। ম্যাচ শেষে পুরস্কার প্রদান মঞ্চে এসে থুসারা জানান, জীবনের প্রথম হ্যাটট্রিক করতে পেরে উচ্ছ্বসিত তিনি।
থুসারা বলেন, ‘আমি খুব খুশি। ম্যাচে আমি ছন্দ খুঁজে পেয়েছি। আমার জীবনে এটি প্রথম হ্যাটট্রিক। ব্যাপারটি দারুণ। এটি দলের জয়ে প্রভাব রাখছে, যা আমাকে আরও বেশি আনন্দিত করছে।’