কোথায় পিছিয়ে পড়েছে বাংলাদেশ, জানালেন অধিনায়ক

আগের দুই ম্যাচের পারফরম্যান্স বিচারে লক্ষ্য তেমন বড় ছিল না। ১৭৫ চ্যালেঞ্জিং বটে, তবে অদম্য বাংলাদেশের কাছে তা কঠিন হওয়ার কথা ছিল কি? না থাকলেও হয়েছে সেটিই। মুড়ি-মুড়কির মতো উইকেট হারিয়ে আজ শনিবার (৯ মার্চ) বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছে ২৮ রানে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে স্বাগতিকদের হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা।
শেষ দিকে ম্যাচ জমিয়ে তুলেছিলেন বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটাররা। তবে, শুরুতেই স্বাগতিকদের যে ধাক্কা দিয়েছিল শ্রীলঙ্কা, তাতে সোজা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে নুয়ান থুসারার হ্যাটট্রিকে ছিটকে পড়ে বাংলাদেশ। ওই এক ওভার বদলে দেয় ম্যাচের মোমেন্টাম।
সেই ওভারকেই বাংলাদেশের হারের কারণ বলে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে প্রতিপক্ষ বোলারকে কৃতিত্ব দেওয়ার সঙ্গে জানান, বাংলাদেশের আরেকটু দেখেশুনে খেলা উচিত ছিল।
সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ওই একটা ওভারেই আমরা পিছিয়ে গেছি। ওই ওভারটা যদি আমরা দেখে খেলতে পারতাম, ব্যাপারটা মনে হয় অন্যরকম হলেও হতে পারত। বোলারকে কৃতিত্ব দিতে হবে, খুব ভালো বোলিং করেছে। তবে, আমাদেরও জানতে হবে ওসব পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয়।’
হেরে গেলেও সবমিলিয়ে বাংলাদেশের সিরিজটা খারাপ কাটেনি বলে মনে করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আপনি যদি শেষ তিন ম্যাচ দেখেন, আমরা ভালো ক্রিকেট খেলেছি। সবাই দায়িত্ব নিয়ে খেলেছে। ওয়ানডে সিরিজে এটি আমাদের প্রেরণা জোগাবে।’