মুস্তাফিজকে যেভাবে স্বাগত জানাল চেন্নাই
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমান খেলবেন চেন্নাই সুপার কিংসে। দলটির হয়ে খেলতে ইতোমধ্যে চেন্নাই পৌঁছেছেন তিনি। ভারতের উদ্দেশে আজ মঙ্গলবার (১৯ মার্চ) দেশ ছাড়েন মুস্তাফিজ। বিকেলে পৌঁছান চেন্নাই।
চেন্নাই পৌঁছে বাঁহাতি পেসার মুস্তাফিজ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানালেন, তিনি নিরাপদে পৌঁছেছেন। এ দিকে, ফিজকে স্বাগত জানিয়েছে তার দল চেন্নাই। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে তাকে নিয়ে করা পোস্টে চেন্নাই লিখেছে—‘হ্যালো মুস্তাফিজ।’ এ সময় মুস্তাফিজের হাতে দেখা যায় একটি প্লে-কার্ড। প্লে-কার্ডে মুস্তাফিজের একটি ছবি, তার জার্সি নম্বর ৯০-সহ লেখা ছিল ২০২৪ এর গর্ব ফিজ।
চেন্নাইয়ের জার্সিতে এবারই প্রথম দেখা যাবে মুস্তাফিজকে। এর আগে, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন তিনি। আইপিএলে সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন এই তারকা।
আজ সকালে চেন্নাই যাত্রার আগে মুস্তাফিজ বলেন, ‘নতুন দায়িত্বে আমি উচ্ছ্বসিত। আইপিএল ২০২৪ কে সামনে রেখে চেন্নাইয়ের পথে যাত্রা করছি। আমার জন্য দোয়া করবেন, যেন আমি নিজের সেরাটা দিতে পারি।’
আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই।