পন্তের হাতেই লখনৌর নেতৃত্ব
আইপিএলের মেগা নিলামে চমক দেখিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। ঋষভ পন্তকে রেকর্ড ২৭ কোটি রুপিতে দলে নেয় দলটি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক এটি। রেকর্ড দামে দলে ভেড়ানো পন্তের হাতে এবার নেতৃত্ব তুলে দিয়েছে লখনৌ।
সোমবার (২০ জানুয়ারি) পন্তের হাতে ক্যাপ্টেন লেখা জার্সি তুলে দেন লখনৌর মালিক সঞ্জীব গোয়েনকা ও ক্লাবটির মেন্টর জহির খান। ইএসপিএনক্রিকইনফো আজ নিজেদের প্রতিবেদনে নিশ্চিত করেছে বিষয়টি।
২০২২ সাল থেকে আইপিএলে খেলা শুরু করার পর থেকে লোকেশ রাহুল ছিলেন লখনৌর অধিনায়ক। এবার রাহুলকে ছেড়ে দিয়েছে দলটি। তার পরিবর্তে রেকর্ড দামে পন্তকে নিয়েছে। এরপর থেকে শোনা যাচ্ছিল তিনিই হবেন পরবর্তী অধিনায়ক। অবশেষে সেটিই সত্যি হলো।
নতুন ক্লাবে পছন্দের ১৭ নম্বর জার্সিই পাচ্ছেন পন্ত। নেতৃত্ব পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পন্ত বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য সঞ্জীব স্যার, জহির ভাইকে ধন্যবাদ। লখনৌর হয়ে সব সময় ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।’