ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে প্রত্যাশিত রানের দেখা পায়নি দলগুলো। সেই হিসেবে ওয়েস্ট ইন্ডিজে এসে প্রায় প্রতিটি ম্যাচেই দেখা মিলছে বড় রানের। সুপার এইটে যুক্তরাষ্ট্র-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের পর এবার ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও হেসেছে ব্যাটারদের ব্যাট। আগে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল ক্যারিবীয়রা।
আজ বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রান করেন জনসন চালর্স।
ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জনসন চার্লস এর ব্যাটে দারুন শুরু করে স্বাগতিকরা। এই দুইজনের ৪০ রানের জুটি ভাঙে রিটায়ার্ড হার্ট হয়ে ব্রেনডনের মাঠ ছাড়ায়। ১৩ বলে ২৩ রান আসে তার ব্যাট থেকে। এরপর নিকোলাস পুরানকে নিয়ে রানের চাকা সচল রাখেন চার্লস। এই জুটিতে যোগ হয় আরও ৫৪ রান।
দলীয় ৯৪ রানের মাথায় মঈন আলীর বলে ব্রুকের হাতে ধরা পড়েন এই ব্যাটার। সাজঘরে ফেরার আগে করেন ৩৪ বলে ৩৮ রান। এরপর অধিনায়ক রোভম্যান পাওয়েলকে নিয়ে দলকে এগিয়ে নেন পুরান। এই জুটিও পায় রানের দেখা। দলীয় ১৩৭ রানের মাথায় লিভিংস্টোনের বলে তুলে মারতে গিয়ে মার্ক উডের হাতে ধরা পড়েন পাওয়েল। এর আগে খেলেন ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস। শেষদিকে রাদারফোর্ড ও শেফার্ডের ব্যাটে চড়ে ভালো পুঁজি পায় ক্যারিবীয়রা।