মুম্বাইয়ের কোচ হতে পারেন দ্রাবিড়!
বিশ্বকাপ জিতিয়ে ভারত জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। তার অধীনে প্রায় অপ্রতিরোধ্যই ছিল ভারত। গত এক বছরে আইসিসির তিন ফরম্যাটের সবচেয়ে বড় সব টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন রোহিত-কোহলিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের শিরোপা না পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরেছে ভারত।
সফল এক কোচিং পর্ব শেষে দ্রাবিড় এখন আর দশজনের মতোই সাধারণ। আপাতত বিরতিতে আছেন কোচিং থেকে। তিনি বিরতিতে থাকলেও বসে নেই আইপিএলের দলগুলো। দ্রাবিড়কে কোচ হিসেবে পেতে চায় আইপিএলের একাধিক দল। এর মধ্যে আছে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম। খবরটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই সর্বশেষ আসর কেটেছে যাচ্ছেতাইভাবে। সাফল্য তো ছিলই না, আসরজুড়ে সঙ্গী হয় বিতর্ক। বিশেষত, রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করাটা দলের জন্য নেতিবাচক হয়ে দাঁড়ায়।
এমন অবস্থায় মুম্বাই কর্তৃপক্ষ তাদের কোচ মার্ক বাউচারকে বরখাস্ত করেছে। তারা কোচ হিসেবে দ্রাবিড়কে চাচ্ছে। যদিও, দ্রাবিড়ের পক্ষ থেকে কিছু জানা যায়নি এখন পর্যন্ত। মুম্বাই ছাড়াও দ্রাবিড়কে পেতে লড়াইয়ে আছে রাজস্থান রয়্যালস। শোনা যাচ্ছে, দ্রাবিড়ও না কি রাজস্থানে যেতেই বেশি আগ্রহী।