কোর্টে বমির পর তুমুল লড়াই, তবুও ফাইনাল স্বপ্নভঙ্গ ড্রেপারের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/07/afp_20240906_36fq9gb_v1_highres_tennisusaopen.jpg)
প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেলতে নেমেছিলেন জ্যাক ড্রেপার। প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার। লড়াইটা যে সহজ হবে না ড্রেপারের সেটা বোঝা যাচ্ছিল আগেই।
মূল লড়াইয়ের মাঝে টেনিস কোর্টেই বমি করে ফেললেন। তবুও দমে যাননি এই ব্রিটিশ টেনিস খেলোয়াড়। তুমুল লড়াই করলেন ইতালির সিনারের বিরুদ্ধে। তবে, দুজনের লড়াই শেষে শেষ হাসি হাসলেন সিনারই। ড্রেপারকে কাঁদিয়ে ইউএস ওপেনের ফাইনালে উললেন ইতালির তারকা সিনার।
ইউএস ওপেনের সেমিফাইনালে আজ শনিবার বাংলাদেশ সময় সকালে ড্রেপারকে গেলেন ৫-৭, ৬-৭ (৩-৭), ২-৬ গেমে হারিয়েছেন সিনার। চলতি ইউএস ওপেনে টানা ১৫টি সেট জিতে সেমিফাইনালে উঠেছিলেন ড্রেপার। কিন্তু সেমির মঞ্চে পারলেন না আর সিনারের বিপক্ষে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2024/09/07/us-open_in.jpg 687w)
ম্যাচটির মাঝে কোর্টেই বমি করে ফেলেন ড্রেপার। অসুস্থ হওয়ায় বিশ্রামও নিতে হয় তাকে। বিশ্রাম নিয়ে খেলতে নেমে দ্বিতীয়বার বমি করেন। তবুও ওয়াক ওভার করেননি। লড়ে গেলেন শেষ পর্যন্ত। কোর্টের লড়াইয়ে মাধ্যমেই সিনারের কাছে হার মানলেন বৃটিশ প্রতিনিধি। অসুস্থ ড্রেপারকে হারাতেই তিন ঘণ্টা তিন মিনিট সময় লাগে সিনারের।
ম্যাচ শেষে তাইতো ড্রেপারের প্রশংসা করতে ভুল করলেন না সিনার। ফাইনালে উঠে তিনি বলেছেন, ‘আমরা দু’জনে একে অপরের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিচ্ছিলাম। আমরা ভাল বন্ধু। মানসিক ভাবে আমি নিজেকে স্থির রাখার চেষ্টা করছিলাম। ওকে হারানো কঠিন। আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। ফাইনালে উঠে ভাল লাগছে।‘