গ্যালারিতে বিয়ের প্রস্তাব দেখে নিজের প্রেমিককে নিয়ে মজা সাবালেঙ্কার

ইউএস ওপেনের ম্যাচে কানাডার ফার্নান্দেজের বিপক্ষে মাঠে লড়াই করছেন মেয়েদের শীর্ষ বাছাই আরিন সাবালেঙ্কা। কোর্টের মাঝে ক্ষনিকের বিরতি ছিল তখন। দর্শকদের মনোযোগটাও কোর্ট থেকে সড়ে গেল গ্যালারিতে। সকলেরই চোখ আটকে গেল একটি মধুর দৃশ্যে।
লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে ১৪ হাজার দর্শকের সামনে এক প্রেমিক তার প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিলেন। মেয়েটিও বিস্ময়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন, যেখানেও ভালোবাসার ছাপটা স্পষ্ট। এরপর উচ্ছ্বাস প্রকাশ করে এক অপরকে অলিঙ্গন করলেন। দর্শকরাও করতালি দিয়ে এবং উল্লাস করেই যেনো তাদের অভিনন্দদন জানালেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে গেছে।
ঘটনাটি তখন দেখানো হচ্ছিল স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। সাবালেঙ্কাও সেটিই দেখছিলেন। খেলা শেষে এমন সুন্দর এই ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি। সাবালেঙ্কা বলেন, ‘আমার ম্যাচে প্রথমবার কেউ এমন (বিয়ের) প্রস্তাব দিল। এটা খুবই মধুর একটি মুহূর্ত ছিল। কিন্তু আমি চেষ্টা করছিলাম যেন হাসি চলে না আসে, কারণ এটা খুবই সুন্দর একটি মূহর্ত ছিল। তারা খুব খুশি ছিল, তদের জন্য শুভকামনা রইলো। আমি শুধু চেষ্টা করছিলাম খেলায় মনোযোগ দিতে।’
এরপর তিনবারের মেজর চ্যাম্পিয়ন একটু হেসে নিজের প্রেমিককে উদ্দেশ্য করে বলেন, ‘আমি এই ধরনের প্রস্তাব চাই না। কিন্তু তখন আমি আমার বয়ফ্রেন্ডকে দেখছিলাম। কোন চাপ নেই।’
ইউএস ওপেনের ম্যাচটিতে ফার্নান্দেজকে ১ ঘন্টা ৩৯ মিনিটে ৬-৩, ৭-৬ (৭/২) গেমে হারিয়েছেন সাবালেঙ্কা। ম্যাচটি তার জন্য অনেকা প্রতিশোদের ম্যাচ ছিল। ২০২১ ইউএস ওপেনের সেমি-ফাইনালে ফার্নান্দেজের কাছে অপ্রত্যাশিতভাবে সরাসরি সেটে হেরে গিয়েছিলেন সাবালেঙ্কা। শেষ ষোলোতে সাবালেঙ্কা মুখোমুখি হবেন স্পেনের ক্রিস্টিনা বুৎসার।
ক্যাপশন: জয়ের পর উল্লাস করছেন আরিনা সাবালেঙ্কা (বামে)। ম্যাচ চলাকালীন গ্যালারিতে এক প্রেমিক তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন (ডানে)। ছবি: ছবিটি ইউএস ওপেনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ভিডিও থেকে নেওয়া