ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের দেয়াল ভাঙলেন কোহলি

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে কঠোর অনুশীলন করছে ভারতীয় ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে ছন্দে থাকা বাংলাদেশের পেসারদের সামলাতে ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন কোহলি-রোহিতরা। প্রস্তুতির মাঝেই ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের দেয়াল ভাঙলেন বিরাট কোহলি।
প্রায় আটমাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন কোহলি। লম্বা সময় পর ফেরার কারণে নেটসেশনে বাড়তি মনোযোগী এই ক্রিকেটার। বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে কোহলির ফর্মে থাকাটা বেশ জরুরি। এরই মাঝে আলোচনায় অনুশীলনের সময় কোহলির ছক্কা হাঁকানোর একটি ভিডিও।
গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, নিয়মিত অনুশীলন সেশনে ছক্কা হাঁকানোর চেষ্টা করছিলেন ভারতীয় ব্যাটাররা। এ সময় ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকান কোহলি। যা সজোরে আঘাত হানে স্টেডিয়ামের দেয়ালে। প্রচণ্ড গতি থাকায় ফুটো হয়ে যায় দেয়াল।
এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির সেই শটের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওর মাধ্যমে জানা যায় যে দেয়ালটি ফুটো হয়েছে, সেটি ভারতীয় দলের ড্রেসিংরুম। অবশ্য এদিন অনুশীলনের শুরু থেকে বিধ্বংসী মেজাজে ছিলেন কোহলি। বাংলাদেশ সিরিজ নিয়ে যে কতটা সিরিয়াস তিনি, তা তার এই কঠোর অনুশীলন দেখলেই বোঝা যায়। অনুশীলনের পর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায় কোহলিকে। বাংলাদেশের বিপক্ষে নিজেকে মেলে ধরতে মরিয়া এই তারকা ব্যাটার। নিঃসন্দেহে তাকে থামাতে বিশেষ পরিকল্পনা করতে হবে বাংলাদেশের বোলারদের।