সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফিতে ফেরাতে ভক্তদের মানববন্ধন
নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশকে চ্যাম্পিয়নস ট্রফি তুলতে কী করেননি সাকিব? ২০২৩ বিশ্বকাপে ম্যাথিউসকে টাইমড আউট করার পেছনেও ছিল দলের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিশ্চিত করা। নিজের কাজে সফল হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না সেই সাকিবের। বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞার ফলে তাকে ১৫ জনের স্কোয়াডে বিবেচনা করেননি নির্বাচকরা।
এদিকে, সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ দিতে মানববন্ধন করতে দেখা গেছে। ‘আমরা সাকিবের পাশে আছি’—এমন ব্যানারে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে মানববন্ধন করেন একদল সাকিবভক্ত। তাদের দাবি, যে কোনোভাবেই সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে সুযোগ দিতে হবে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে এ মানববন্ধন করেন তারা।
দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারায় সাকিব যে বাদ পড়বেন তেমনটা অনুমেয় ছিল, সেটাই অন্যতম কারণ হিসেবে সামনে এনেছে বিসিবি। এই বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা, সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।’
আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ঘোষিত দলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে।