সবাইকে পেছনে ফেলে চূড়ায় উঠলেন লিটন

লিটন দাসের ব্যাটকে তুলনা করা হয় বিখ্যাত চিত্রাঙ্কন ‘মোনালিসা’র সঙ্গে। তিনি যখন ফর্মে থাকেন, তখন তার শটগুলো যেনো চোখে লেগে থাকার মতো। ব্যর্থতার নাগপাশ ছিন্ন করে আবারও হাসতে শুরু করেছে টাইগার এই ব্যাটারের ব্যাট। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচেই হেসেছে লিটনের ব্যাট। দুই ম্যাচে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। এতে নিজেকে নিয়ে গিয়েছিলেন রেকর্ডের চূঁড়ায়।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) তৃতীয় ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে তার আগেই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি লিটন দাসের ১৪তম হাফসেঞ্চুরি। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির মালিক তিনি।
১৩ হাফসেঞ্চুরি নিয়ে এতদিন এই রেকর্ড নিজের করে রেখেছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নেদারল্যান্ডস সিরিজের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করে সাকিবের পাশে বসেছিলেন লিটন। আর আজ আরেক সেঞ্চুরিতে সাকিবকে পেছনে ফেললেন বর্তমান টি-টোয়েন্টির কাপ্তান।
ম্যাচের হিসাবেও সাকিবকে পেছনে ফেলেছেন লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবকে ১৪ হাফসেঞ্চুরি করতে খেলতে হয়েছিল ১২৭ ইনিংস। আর লিটন ১০৯ ইনিংসেই করে ফেললেন ১৪ হাফসেঞ্চুরি।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রান করে থেমেছেন লিটন। তার ইনিংসটি সাজানো ছিল ৬ চার আর ৪ ছক্কায়। এতে আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন লিটন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা মারায় মাহমুদউল্লাহ রিয়াদের পাশে বসেছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা মাহমুদউল্লাহ রিয়াদের। ৭৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে ৭৩টি ছক্কা ছিল লিটনের নামের পাশে। এ ম্যাচে চারটি ছক্কা হাঁকিয়ে এখন যৌথভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন।
৭৭টি ছক্কা হাঁকাতে মাহমুদউল্লাহর লেগেছে ১৪১ ইনিংস। ১০৯ ইনিংসে সেই রেকর্ড স্পর্শ করলেন লিটন। তার সামনে সুযোগ রয়েছে পরের ম্যাচেই এককভাবে এই রেকর্ড দখলে নেওয়ার। কারণ এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অন্যদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় মাহমুদউল্লাহ লিটনকে কোনো চ্যালেঞ্জ জানাতে পারছেন না।