নেইমারের আলোচিত মন্তব্যের জবাব দিলেন এমবাপ্পে
ফরাসি ক্লাব পিএসজিতে থাকাকালীন আজ এমবাপ্পের সঙ্গে নেইমারের ঝামেলা, তো কাল এমবাপ্পের সঙ্গে মেসির দ্বন্দ্বের গুঞ্জন বারেবারে সামনে এসেছে। ফের একবার পুরনো সেই ইস্যুতে মুখোমুখি অবস্থানে নেইমার-এমবাপ্পে। সম্প্রতি এমবাপ্পেকে নিয়ে করা নেইমারের আলোচিত সেই মন্তব্যের জবাব দিলেন এই ফরাসি তারকা।
প্যারিসের ক্লাবটিতে নাকি কিলিয়ান এমবাপ্পের সঙ্গে নেইমারের সম্পর্কটা ভালোই ছিল। কিন্তু ২০২১ সালের আগস্টে লিওনেল মেসি সেখানে যেতেই বাধে গণ্ডগোল। মেসি ও নেইমারের মধ্যে সুসম্পর্ক দেখে নাকি হিংসায় জ্বলতেন ফরাসি তারকা। এমনটাই দাবি করেন নেইমার।
আজ বুধবার (২২ জানুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, নেইমারের করা সেই মন্তব্যের বিষয়ে মুখ খুলেছেন এমবাপ্পে। এই বিষয়ে এমবাপ্পের ভাষ্য, ‘সত্যি বলতে, আসলে কিছুই বলার নেই। আমি এখন রিয়াল মাদ্রিদে নিজেকে নিয়ে মনোযোগী। নেইমারের প্রতি আমার সম্মানবোধ অনেক। তাকে নিয়ে অনেক কিছুই বলতে পারি, কিন্তু ইতিহাসে অনন্য এক খেলোয়াড়ের সঙ্গে প্যারিসে যে সময়গুলো কাটিয়েছি, সেসব নিয়ে আমি শুধু ইতিবাচক বিষয়গুলো মনে রাখতে চাই। এখন আমি মাদ্রিদে আছি, উপভোগ করতে চাই। আর নেইমার, তার পরিবার ও বন্ধুদের প্রতি শুভকামনা।’
এমবাপ্পে আরও যোগ করেন, ‘না, সে তা নয়। তার সঙ্গে আমার কিছু বিষয় ছিল, সামান্য মনোমালিন্যও হয়েছিল। তবে সে আমাদের দলের ভিত ছিল, আমি তাকে গোল্ডেন বয় বলে ডাকতাম। সব সময়ই বিশ্বাস করেছি, সে বিশ্বের অন্যতম সেরা হবে। সব সময় সাহায্যও করেছি তাকে। একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। আমার বাসায় একসঙ্গে রাতের খাবারও খেয়েছি।’
এর আগে মেসিকে দেখে এমবাপ্পের ইর্ষা করার কথা উল্লেখ করে নেইমার বলেছিলেন, ‘মেসি যোগ দেওয়ার পর আমার তাকে কিছুটা ঈর্ষান্বিত মনে হয়েছে। আমার মনোযোগ অন্য কারও প্রতি বেশি হোক, এটা সে চায়নি। এভাবে ঝামেলাটা শুরু হয়, তার আচরণেও পরিবর্তন আসে।’
সময়ের আবর্তে তিনজনই এখন পিএসজি ছেড়েছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে মেসি যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিতে, বছর তিনেক আগেই ৩০ পেরিয়ে যাওয়া নেইমার সৌদি আরবের আল হিলালে, আর বয়সে ছোট এমবাপ্পে ক্যারিয়ারের মাঝপথে গিয়ে যোগ দিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে।