পিএসজিতে যাচ্ছেন কি এমি মার্তিনেজ?

ফুটবলের দলবদলের বাজারে বেশ জোরেসোরে গুঞ্জন শোনা যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। ক’দিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল, মার্তিনেজকে পেতে প্রস্তুাব দিয়েছে সৌদি আরবের একটি ক্লাব। সেই গুঞ্জন অবশ্য কিছুটা আড়ালে চলে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের আলোচনায়। এবার শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একটি দলও নিতে চায় মার্তিনেজকে।
সৌদি আরবে ফুটবলের বাজার এখন বেশ রমরমা। ইউরোপের বড় বড় ফুটবলারদের দলে ভেড়াতে দেখা যায় সৌদির ক্লাবগুলোকে। সেই ধারায় সৌদির একটি ক্লাব মার্তিনেজকে দলে নিতে প্রস্তাব দিয়েছিল। তবে, আর্জেন্টাইন এই গোলরক্ষক এখনই ইউরোপ ছাড়তে চান না বলে জানা যায়।
এমনই এক সময়ে সামনে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। ইংলিশ ক্লাবটি তাদের বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানার জায়গায় দলে ভেড়াতে চায় মার্তিনেজকে। তবে, সেটি একেবারে নয় বলে দাবি করে ফুটবল ইনসাইডার। তাদের দাবি, মার্তিনেজকে ধারে নেওয়ার জন্য অ্যাস্টন ভিলাকে প্রস্তাব দিয়েছিল ইউনাইটেড। তবে সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছে ভিলা।
ক্লাবের সূত্রের বরাত দিয়ে কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মার্তিনেজের জন্য প্রায় চার কোটি ডলার দলবদল ফি চায় ভিলা। কিন্তু ইউনাইটেড এখন পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হয়নি।
এবার ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের খবরে বলা হয়েছে, আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দলে ভেড়াতে চায় চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও। বর্তমান গোলরক্ষক জিয়ানলুইজ্জি দোন্নারুম্মাকে নিয়ে দ্বিধায় ভুগছে পিএসজি। তার বিকল্প হিসেবে মার্তিজকে দলে ভেড়াতে চায় তারা।
মার্তিনেজকে দলে নিতে পিএসজির আগ্রহের পরে দুটি নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। মার্তিনেজকে দলে নিলে পিএসজি ছাড়তে পারেন দোন্নারুম্মা। সেক্ষেত্রে ইউনাইটেডের লক্ষ্য হতে পারেন তিনি।
ভিলার সঙ্গে মার্তিনেজের বর্তমান চুক্তি ২০২৯ সালের জুন পর্যন্ত। ভিলার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি থাকলেও তাকে আর দলে রাখতে চায় না দলটি। এই মৌসুমে মার্তিনেজকে বিক্রি করে তরুণ কাউকে দলে ভেড়াতে চায় ক্লাবটি। ফলে শেষ পর্যন্ত ইউনাইটেড কিংবা পিএসজির কেউ তাকে দলে না ভেড়ালে মার্তিনেজের ঠিকানা হতে পারে সৌদি আরব।