রোনালদোকে পেছনে ফেলার অপেক্ষায় ভিনিসিয়াস
রিয়ালে মাদ্রিদে ‘রোনালদো’ নামটি অনেক বড় জায়গাজুড়ে আছে। ক্রিস্টিয়ানো রোনালদো আসার আগে স্প্যানিশ ক্লাবটিতে খেলে গেছেন আরেক কিংবদন্তি—রোনালদো নাজারিও। এই তারকা রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান ফুটবলার। ২০০৭ সালে লস ব্লাংকোদের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন। এরপর গত ১৮ বছরে আরও অনেক ব্রাজিলিয়ানে এলেও ভাঙতে পারেননি তার রেকর্ড।
এবার হুমকির মুখে রোনালদোর দেড় যুগ পুরোনো সেই রেকর্ড। ১০৪ গোল নিয়ে মাদ্রিদে এতদিন সর্বোচ্চ গোল করা ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোকে পেছনে ফেলার অপেক্ষায় আছেন ভিনিসিয়াস জুনিয়র। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সালজবার্গের বিপক্ষে জোড়া গোলে ভিনি স্পর্শ করেছেন শত গোল। রিয়াল মাদ্রিদের জার্সিতে তার গোলসংখ্যা এখন ১০১টি।
ভিনিসিয়াস নিজেও ব্রাজিলিয়ান। রোনালদোকে পেছনে ফেলতে তার প্রয়োজন আর মাত্র চার গোল। চলতি মৌসুমে ২৭ ম্যাচে ১৭ গোল করা ভিনির জন্য এটি কঠিন কাজ নয়। তিনি নিজেও চান মাদ্রিদের জার্সিতে আরও বেশি গোল করতে। স্বদেশি কিংবদন্তিকে পেছনে ফেলার স্বাদ নিতে।
ভিনিসিয়াস বলেন, ‘মাদ্রিদের জার্সিতে গোল করতে পারলে ভালো লাগে। রোনালদোর চেয়ে আর তিন গোল দূরে আছি এবং এই জার্সিতে সর্বোচ্চ গোল করা ব্রাজিলিয়ান হওয়া থেকেও। আশা করি, সামনের দিনগুলোতে বেশি আরও গোল করতে পারব।’
রিয়াল মাদ্রিদের জার্সিতে সাত মৌসুম ধরে খেলছেন ভিনি। গোলের সেঞ্চুরি পূর্ণ করতে তার লেগেছে ২৯১ ম্যাচ। সেই হিসেবে অবশ্য অনেকটা এগিয়ে আছেন রোনালদো। ১০৪ গোল করতে তিনি খেলেছিলেন পাঁচ মৌসুম আর ১৭৭ ম্যাচ।