এমবাপ্পেকে রেখেই মাঠ ছাড়ে রিয়াল, কী হয়েছিল তার সঙ্গে?

ফুটবলে কোনো ম্যাচ শেষে টিম বাসে সাধারণত কোচিং স্টাফ ও খেলোয়াড়রা এক সঙ্গেই মাঠ ত্যাগ করেন। বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদও এমনটাই করেছিল। তবে গাড়ি ছাড়ার পর রিয়ালের টিম ম্যানেজমেন্ট বুঝতে পারে যে কিলিয়ান এমবাপ্পে বাসে নেই, তিনি তখনও স্টেডিয়ামের ভেতর।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ একটি প্রতিবেদনে লিখেছে— খেলা শেষে রুটিন ডোপ টেস্টের জন্য এমবাপ্পে তখনও মাঠের ভেতরেই ছিলেন। কিন্তু পুরো রিয়াল মাদ্রিদ দল ততক্ষণে টিম বাসে মেটলাইফ স্টেডিয়াম ত্যাগ করেছে।
সবার গন্তব্য ছিল একই, ক্লাব বিশ্বকাপে রিয়ালের বেস ক্যাম্প মায়ামির ওয়েস্ট পাম বিচ। নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজেসহ পুরো রিয়াল মাদ্রিদ দল মাঠ ছাড়ে স্থানীয় সময় রাত ৭টা ৩০ মিনিটে। এর ৫৮ মিনিট পর ৮টা ২৮ মিনিটে স্টেডিয়াম ত্যাগ করে ফরাসি এই ফরোয়ার্ড।
পরে রিয়ালের একজন সদস্যের সঙ্গে কালো রঙের একটি গাড়িতে বিমানবন্দরে যান এমবাপ্পে। পুলিশের পাঁচটি গাড়ির পাহারার মাধ্যমে বিমানবন্দরে ফরাসি এই তারকাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়।
অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলা হয়নি এমবাপ্পের। শেষ ষোল থেকে আবার মাঠে ফিরেছে রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা এই তারকা।
গতকাল (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের যোগ করা সময়ে দারুণ এক গোল করেছেন এমবাপ্পে। বুধবার (৯ জুলাই) রাতে মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনালে সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হবে এই ফরাসি ফরোয়ার্ড।