খুলনার দারুণ বোলিংয়ে সিলেটের সাদামাটা সংগ্রহ
টানা তিন হারে বিপর্যস্ত খুলনা টাইগার্স। সিলেট স্ট্রাইকার্স শেষ দুটি ম্যাচে জয় পেলেও পয়েন্ট টেবিলে তারা সবার নিচে। বিপিএলে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মুখোমুখি হয়েছে খুলনা ও সিলেট। টস জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া সিলেটের শুরুটা ভালো হলেও তা ধরে রাখতে পারেনি দলটি। ২০ ওভারে ৯ উইকেটে থামে ১৫২ রানে।
প্রথম ৮ ওভারে সিলেটের সংগ্রহ ৮০ রান। বড় সংগ্রহ যখন সময়ের ব্যাপার ছিল, তখনই খেই হারায় দলটি। ক্রমাগত উইকেট হারিয়ে বিপর্যস্ত সিলেট এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে থামতে হয়েছে সাদামাটা সংগ্রহে।
ওপেনার জর্জ মানসের ৩২ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় করা ৫৮ রান সিলেটের পক্ষে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ বলে ৪৪ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। জাকির নিজের ইনিংস সাজান ৪টি চার ও ২টি ছক্কায়। দুজনকেই বোল্ড করেন আবু হায়দার রনি। মানসে ও জাকির ছাড়া বলার মতো স্কোর করতে পারেননি বাকিদের কেউই। সিলেটের ৯ জনই আউট হন এক অঙ্কের ঘরে।
খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ। একটি করে উইকেট পান নাসুম, মিরাজ ও আমের।