বিপিএলের প্লে-অফের লড়াই শুরু সোমবার
আর চার ম্যাচের অপেক্ষা। এরপরই জানা যাবে বিপিএলের এবারের আসরের শিরোপা যাচ্ছে কার ঘরে। লিগ পর্বের জমজমাট লড়াই শেষে শুরু হচ্ছে প্লে-অফ। বিপিএলের ট্রফির দৌড়ে টিকে থাকতে হলে দলগুলোকে এখন পারফরম্যান্সের শীর্ষে থাকতে হবে। প্লে-অফের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার। লম্বা সময় পয়েন্ট তালিকার একে থাকলেও শেষমেশ তিনে নেমে যাওয়া রংপুরকে খেলতে হবে এলিমিনেটরে। তাদের প্রতিপক্ষ ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে প্লে-অফে ওঠা খুলনা টাইগার্স।
অন্যদিকে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ফরচুন বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা আগেই নিশ্চিত ছিল। এই পরাজয় তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি। বরিশালের সংগ্রহ ১৮ পয়েন্ট, আর সোমবার সন্ধ্যায় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে চিটাগংয়ের সঙ্গে। এলিমিনেটরে খেলবে রংপুর ও চিটাগং। রংপুর রাইডার্স দীর্ঘদিন ধরে পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও শেষ পর্যন্ত তারা তৃতীয় স্থানে নেমে গেছে। যার ফলে খেলতে হচ্ছে এলিমিনেটর।
লিগ পর্বের লড়াই শেষে বাদ যাওয়া তিন দল দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স। এদের মাঝে রাজশাহী এবং ঢাকা দলেই আছেন এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক। এবারের বিপিএলে লিগ পর্ব শেষে সবচেয়ে বেশি রানের মালিক ঢাকার তানজিদ হাসান তামিম। আর সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন রাজশাহীর তাসকিন আহমেদ।