ফাইনাল নিয়ে ভিন্ন চিন্তা নেই তামিমের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/tamim-barishal.jpg)
জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালকে নিয়ে বিতর্কের শেষ নেই। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সম্প্রতি অবসর নিয়েছেন সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে। মনোযোগ দিচ্ছেন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। আপাতদৃষ্টিতে সেখানে তিনি সফল। জাতীয় দলের বিতর্ক একপাশে ঠেলে বিপিএলে আবারও উঠেছেন ফাইনালে।
বেশ দাপটের সঙ্গে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। শুরু থেকেই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামে বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নরা দলও গড়েছে সেরা হওয়ার মতোই। তাদের পক্ষে বাজি ধরার লোকের অভাব নেই। তামিম চান শিরোপা জিততে। টানা দ্বিতীয়বার সেরাদের সেরা হতে মুখিয়ে আছেন তিনি। এর আগে আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার দলকে পার হতে হবে আরেক ফাইনালিস্ট চিটাগং কিংসের বাধা।
শিরোপা জেতার প্রত্যয় নিয়ে সংবাদ সম্মেলনে আজ তামিম বলেন, ‘ট্রফি এমন একটা জিনিস, যারা ৩-৪-৫ বার জিতেছে, তারাও চাইবে আরও জিততে। আমরাও চাইব যাতে টানা দ্বিতীয় শিরোপা জিততে পারি। আগামীকাল ফাইনাল। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করব না। যেভাবে পুরো টুর্নামেন্টে খেলে এসেছি, সেভাবে আমাদের সহজাত খেলাটাই খেলতে চাই।’
নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী তামিম বলেন, ‘আমাদের দলের সবচেয়ে ভালো দিক হচ্ছে, সবাই ফুরফুরে মেজাজে আছে। আমরা জানি আমাদের কী করতে হবে। এখন দেখার বিষয় এটাই যে, মাঠে কতটুকু বাস্তবায়ন করতে পারি। যদি আমরা ঠিকঠাক কাজ করতে পারি, মনে হয় ইতিবাচক ফল আসবে।’