বিসিবি নির্বাচন নিয়ে চিন্তিত তামিম

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশের ক্রিকেট পাড়া। সংবাদ সম্মেলন থেকে শুরু করে বিসিবি ঘেরাওয়ের হুমকি পর্যন্ত এসেছে। নাটকীয়তার কমতি নেই যেন। তাতে হাওয়া দিচ্ছেন তামিম ইকবালও।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছিল কাউন্সিলর নিয়ে আপত্তি এবং তা নিয়ে শুনানির দিন। যেখানে আপত্তি উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে।
শুনানি শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। সেখানে নিজের কাউন্সিলশিপ বাতিল হয়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার– ‘আমি ভয়ডরহীন ভাবেই চেষ্টা করছি। আমার ওপরে অনেক চাপ আছে। কালকে (আজ) আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। এখন কেন হবে, এটা আপনারা খুব ভালো করে বোঝেন।’
নির্বাচন কেন সুষ্ঠ হবে না, সেই প্রশ্ন তোলেন এক সময়ের দেশসেরা ওপেনার। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন কেন হবে না? আমাদের এই মুহূর্তে যে সরকার আছে, এই সরকারের দায়িত্বের মধ্যে কি এটা নাই যে সংস্কার করা? সরকারের একটা অংশ যদি এভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, তাহলে এটা কি একটা ভালো উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে?’
তামিমের কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগ উঠেছে, তিনি এখনও ক্রিকেট থেকে অবসর নেননি। যে কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন সাবেক ক্রিকেটার লেখা আছে। কিন্তু সাবেক ক্রিকেটারের কোনো ব্যাখ্যা আছে কি না যে আমার অফিশিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে?’
চলতি বছর জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তামিম। তবে এখনও ঘরোয়া ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিরতির ঘোষণা দেননি তিনি। ৫ মাস আগে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় হার্ট অ্যাটাক করে মাঠ ছাড়েন তিনি। এরপর আর মাঠে ফেরেননি তামিম।
সবমিলিয়ে তাকে সাবেক ক্রিকেটার ধরতে বাধা নেই বলে জানিয়েছেন তামিম নিজেই– ‘আমি যে সর্বশেষ ৫ মাসে একটা ম্যাচও খেলিনি, আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি আমি আর ক্রিকেট খেলব না, আমি তো সাবেক হয়েই গেলাম।’
প্রাথমিক তালিকায় দেখা যায়, ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন তামিম। তবে তামিম নিজে সহ-সভাপতি গুলশান ক্রিকেট ক্লাবের। দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান থাকায় নির্বাচনে কাউন্সিলরশিপ দিতে পারছে না যে গুলশান ক্রিকেট ক্লাব।