বৃষ্টিতে বন্ধ অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ

তুলনামূলক সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া থাকলেও, আফগানিস্তানের জন্য ম্যাচটি বাঁচা-মরার। এমন অবস্থায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অসিদের মুখোমুখি হয় আফগানরা। আগে ব্যাট করে ২৭৩ রান তোলে আফগানিস্তান। জবাবে ব্যাট করছিল অস্ট্রেলিয়া। তবে, বৃষ্টির বাগড়ায় মাঝপথে বন্ধ হয় ম্যাচ।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১২.৫ ওভার খেলা হওয়ার পর ভারী বর্ষণের কারণে খেলা বন্ধ করা হয়। সাময়িকভাবে বন্ধ হওয়ার আগে ১ উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ১০৯ রান। ওপেনিং জুটিতে ২৭ বলে ৪৪ রানের ঝড়ো সূচনা এনে দেন দুই ব্যাটার ম্যাথু শর্ট ও ট্রাভিস হেড।
১৫ বলে ২০ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে গুলবাদিন নাইবের ক্যাচে পরিণত হন শর্ট। ক্রিজে আছেন হেড। প্রকৃতির ঝড়ো হাওয়ার আগে আফগান বোলারদের ওপর ঝড় বইয়ে দেন হেড। ৪০ বলে ৯টি চার ও ১ ছক্কায় ৫৯ রানে অপরাজিত তিনি।তার সঙ্গে ২২ বলে ১৯ রানে অপরাজিত আছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।
সাম্প্রতিক দিনগুলোতে অস্ট্রেলিয়া-আফগানিস্তান লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। আইসিসির কোনো ইভেন্ট এলে যা ছাপিয়ে যায় সবকিছু। ছোট দল হলেও আফগানরা বরাবরই জায়ান্ট কিলার। অন্যদিকে, এবার খর্ব শক্তির হলেও অস্ট্রেলিয়াকে কেউই কখনও পিছিয়ে রাখার সাহস করবে না।মাঠের ক্রিকেটে যার প্রমাণ দিচ্ছে অসিরা।