সোমবার থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

তিন ভেন্যুতে তিনটি ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আগামীকাল সোমবার (৩ মার্চ) থেকে শুরু হচ্ছে ১২ দলের টুর্নামেন্ট। খেলা হবে তিনটি ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
লিগের প্রথমদিন শেরেবাংলায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড মুখোমুখি হবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের খেলাটি হবে মুখোমুখি হবে বিকেএসপির ৪ নম্বর মাঠে।
লিগ শুরুর আগে ১ মার্চ ১২ দলের অধিনায়কের মিরপুর স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করা হয়। সেখানে ডিপিএলকে বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড হিসেবে অভিহিত করে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল জানান, দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম এই লিগ দেশের প্রায় সকল ক্রিকেটারের রুটি-রুজি হিসেবে বিবেচিত।
তামিম বলেন, ‘আমি সবসময় ডিপিএলকে আমাদের ক্রিকেটের মেরুদণ্ড হিসেবে মনে করি। সবার সহযোগিতায় একটি সফল আসরের প্রত্যাশা রাখি। সেটি আম্পায়ারিং হোক বা ক্রিকেটীয় দৃষ্টিকোণ, সব দিক থেকেই সেরা ও সফল আসর হবে বলে আশা করি।’