অনন্য উচ্চতায় অধিনায়ক রোহিত!

ভারতীয় ক্রিকেটের আধুনিক সময়ে রোহিত শর্মা কেবল ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেননি, অধিনায়ক হিসেবেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০২৩ থেকে ২০২৫—আইসিসির সবগুলো টুর্নামেন্টের ফাইনালে ভারত উঠেছে রোহিতের নেতৃত্বেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি—ভারত খেলেছে সব আসরের ফাইনাল।
এর মধ্যে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এক যুগ পর আইসিসির কোনো ইভেন্টে ভারতের শ্রেষ্ঠত্ব আসে রোহিতের হাত ধরে। এর আগে ২০২৩ সালটা ভুলে যেতে চাইবেন তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেও হেরে যান। দুবারই হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। সেই অসিদের ৪ উইকেটে হারিয়ে আজ মঙ্গলবার (৪ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠল ভারত।
চ্যাম্পিয়নস ট্রফির পুরো আসরে ভারত এখন পর্যন্ত অপরাজিত। ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে ৩ জয়ের পর সেমিতেও জয়ের হাসি হেসেছে তারা। ম্যাচ জিতে ভীষণ উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। রোহিত জানালেন সাফল্যের রহস্য। অস্ট্রেলিয়াকে হারিয়ে বদলা নেওয়ার পথে ভারত পুরোটা সময় নিজেদের শান্ত রেখেছে।
ম্যাচের পর রোহিত বলেন, ‘আমাদের বড় জুটির প্রয়োজন ছিল। কোহলি ও শ্রেয়াস সেটি করেছে। কোহলিকে অক্ষরও ভালো সাপোর্ট দিয়েছে। হার্দিক শেষ দিকে দারুণ করেছে। ছেলেরা শান্তভাবে খেলেছে। পুরো ম্যাচে আমরা খুব ঠান্ডাভাবে পরিস্থিতিগুলো সামলেছি।’