পরিবার নিয়ে দেশে আসবেন হামজা, থাকছে বিশেষ নিরাপত্তা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে সৌদিতে চলছে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ছাড়া এই ক্যাম্পে আছেন বাকি সব ফুটবলার। আগামী ১৭ মার্চ দেশে আসবেন হামজা, সঙ্গে থাকবেন পরিবারের সদস্যরাও।
হামজার সঙ্গে আসছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দুই ভাই। বাবা আগেই চলে এসেছেন। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক মাচটা যেন পরিবারের সবাই মাঠে বসে দেখেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সময় কম থাকায় হামজার জন্য কোনো সংবর্ধনার আয়োজন করছে না বাফুফে। তবে হামজার সিলেট নামা থেকে শুরু করে ঢাকায় আসা, তার পর ভারতে যাওয়া পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
হামজার চলাচলের জন্য বাফুফের একটি বিশেষ গাড়ি এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গনমাধ্যমকে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।
বিষয়টি নিয়ে ফাহাদ করিম বলেন, ‘তিনি (হামজা) ১৭ তারিখে সিলেট বিমানবন্দরে নামবেন। সেই সময় তাকে বরণ করে নেবেন বাফুফের তিন-চারজন নির্বাহী সদস্য। এর পর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে যাওয়ার ট্রান্সপোর্ট বাফুফে ব্যবস্থা করেছে। তার জন্য বিশেষ একটি গাড়ি ও নিরাপত্তার জন্য একজন অফিস বয় থাকবে সারাক্ষণ। প্রশাসনকেও জানানো হয়েছে।’
উল্লেখ্য, হামজার আগমনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শুরুতে তাকে লালগালিচা সংবর্ধনার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। ১৯ মার্চ হামজাকে মিডিয়ার সামনে হাজির করার পরিকল্পনা রয়েছে বাফুফের।