অবসর ভেঙে টি-টোয়েন্টিতে ফিরবেন কোহলি?

গত বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরই অবসরের ঘোষণা দেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। ভক্তদের জন্য সুখবর, সংক্ষিপ্ত ফরম্যাটে ফের মাঠে দেখা যেতে পারে এই তারকা ব্যাটারকে। এমনটাই আভাস দিয়ে রাখলেন কোহলি।
গতকাল শনিবার (১৫ মার্চ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ‘ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে’ সঞ্চালক ইসা গুহের এক প্রশ্নের উত্তরে কোহলি বলেন, “সারা বিশ্বে অনেক টি-টোয়েন্টি লিগ হয় এখন। আমি মনে করি, আইপিএল অবশ্যই এতে বিশাল ভূমিকা রেখেছে। এটা ক্রিকেটকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে, যেখানে তা অলিম্পিকসের অংশ। আমাদের কিছু ছেলের জন্য দারুণ সুযোগ এটা।”
অবসর ভেঙে ফিরবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হাসিমুখে কোহলি বলেন, ‘অলিম্পিকসের জন্য? হয়তো। যদি আমরা স্বর্ণপদকের জন্য খেলি, তাহলে আমি হয়তো এক ম্যাচের জন্য ফিরে আসব (হাসি)। পদক জিতে বাড়ি ফিরে আসব। দারুণ ব্যাপার হবে। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়াটা হবে অসাধারণ অনুভূতি, এই ধরনের প্রথম অনুভূতি।”
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সংক্ষিপ্ততম ফরম্যাট ছেড়েছেন কোহলি। কিন্তু এখনও বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলে যাচ্ছেন। ভারতের টেস্ট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও তিনি। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছেন। ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বলেছেন, ‘আমি খেলাটা কোনও অর্জনের জন্য খেলি না। এর প্রতি নিখাদ আনন্দ, ভালোবাসা ও উপভোগই আমার কাছে আসল। যতদিন এই ভালোবাসা অটুট থাকবে, আমি খেলা চালিয়ে যাবো। আমাকে নিজের সঙ্গে এই ব্যাপারে অন্তত সৎ থাকতে হবে।’