বাংলাদেশে সভা হলে এশিয়া কাপ বয়কট করতে পারে ভারত

এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দৃশ্যপটে আবারও ভারত। ২০২৩ এর এশিয়া কাপ ও চলতি বছর চ্যাম্পিয়নস ট্রফির আগে কম জল ঘোলা করেনি ভারত। আরও একবার ঘোলা জলের দিকে এগোচ্ছে তারা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা এজিএম।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আপত্তি সেখানে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাবে না বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে আজ শনিবার (১৯ জুলাই) প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিসিসিআই সাফ জানিয়েছে, যদি এজিএম ঢাকা থেকে সরানো না হয় তাহলে এশিয়া কাপেও অংশ নেবে না তারা।
এসিসির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। যিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি। নাকভির কাছে এজিএমের ভেন্যু পরিবর্তনের চিঠি দিয়েছে বিসিসিআই। তাদের দাবি, নাকভি তাতে সাড়া দেননি।

এদিকে, এবারের এশিয়া কাপের মূল আয়োজক ভারত। পাকিস্তান খেলবে অন্য দেশে। কিন্তু, এসিসি এখনও সূচি বা ভেন্যু নিয়ে কোনো কিছু চূড়ান্তভাবে জানায়নি। তাই ধোঁয়াশা রয়েই গেছে। গুঞ্জন আছে, সেপ্টেম্বরে হতে পারে এশিয়া কাপ। সবটা নির্ভর করছে ভারতের ওপর। তারা অংশ না নিলে টুর্নামেন্ট অনিশ্চিত হয়ে পড়বে।