তামিমের সুস্থতা কামনায় জামাল-হামজাদের দোয়া

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হার্টে সমস্যা দেখা দেওয়ায় চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁর হার্টে রিং পরিয়েছেন। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশসেরা এই ব্যাটারের জন্য দোয়া করেছেন ভারতে অবস্থানরত জাতীয় দলের ফুটবলাররা।
শিলংয়ে ম্যাচের আগে শেষ অনুশীলন সেশন সেরেছে বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নেওয়ার আগে মাঠেই তামিমের জন্য দোয়া করেন ফুটবলাররা। এসময় উপস্থিত ছিলেন দলের প্রায় সব সদস্য।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ম্যানেজার আমের খান বলেন, '‘দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়ার পরিকল্পনা করি। মাঠে তাই এটা করা হয়েছে। আমরা দোয়া করি তামিম আমাদের মাঝে দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসুক।'’
উল্লেখ্য, সোমবার সকালে শাইনপুকুরের বিপক্ষে খেলা শুরুর ঠিক আগে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম। শুরুতে হেলিকপ্টারে করে ঢাকায় আনার চিন্তা করা হলেও পরে চিকিৎসকরা ভ্রমণ ঝুঁকিপূর্ণ বিবেচনায় স্থানীয় হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তামিম।
তামিম ইকবালের অসুস্থতার খবর পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ১৯তম বোর্ড সভা স্থগিত করেছে। এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও তামিমের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন। প্রধান উপদেষ্টার পক্ষে তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।