ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বললেন, জেতা উচিত ছিল

সামর্থ্যের যতটা দেওয়া সম্ভব, হামজা চৌধুরী বোধহয় খেলেছেন তারচেয়ে বেশি দিয়েই। রক্ষণ, আক্রমণ, দলকে এক সুতোয় গাঁথা, প্রতিপক্ষের সুযোগ ভেস্তে দেওয়া—কী করেননি হামজা? এতকিছুর পরও জিততে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে মিসের মহড়ায় ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র।
হামজা অবশ্য জয় করে নিয়েছেন সবার মন। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন হামজা। সুযোগ হারানোর মহড়ায় ম্যাচ জিততে না পারার দুঃখ আছে। তবে, দল নিয়ে সন্তুষ্ট হামজা।
ম্যাচ শেষে বাংলাদেশ দল যখন মাঠ ছাড়ছে, তখন গণমাধ্যমের মুখোমুখি হন হামজা। চিরায়ত হাসি লেগে ছিল ঠোঁটে। অভিষেকের অনুভূতি জানালেন হামজা, জানালেন জাতীয় সংগীত বাজার সময় কেমন লেগেছিল। ম্যাচটি বাংলাদেশের জেতা উচিত ছিল বলেও মনে করেন তিনি।
হামজা বলেন, ‘খুবই গর্ববোধ হচ্ছে। বাংলাদেশের জাতীয় সংগীত যখন বাজছিল, শরীরে গুজবাম্প দিয়েছে। আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। আমরা সুযোগ পেয়েছি অনেক। বিশেষ করে প্রথমার্ধে। তবে, যা হয়েছে খারাপ হয়নি। জুনে আমাদের বড় দুটি ম্যাচ আছে। আশা করি সেখানে দল ভালো করবে।’
ভারত মিশন শেষে বুধবার দেশে ফিরবেন বাংলাদেশের ফুটবলাররা। হামজা ফিরবেন ইংল্যান্ডে। সামনে ঈদুল ফিতর। দেশ ছাড়ার আগে সবার উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়ে হামজা বলেন— ‘ঈদ মোবারক।’