বাসায় ফিরেছেন তামিম ইকবাল

খবরটা স্বস্তি আনবে ক্রিকেটাঙ্গনে। ভক্তরা খুশিই হবেন। বাসায় ফিরেছেন তামিম ইকবাল। তামিম আবার সবার মাঝে ফিরে আসবেন, সোমবার সকালেও এটি ছিল অলৌকিক ঘটনা। তবে, দ্রুত সেরে উঠেছেন দেশসেরা ওপেনার।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নিজ বাসায় ফিরেছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি। চিকিৎসকরা অবশ্য গতকালই জানিয়েছিলেন, ২/৩ দিনের মধ্যে বাসায় যেতে পারবেন তামিম।
উন্নত চিকিৎসার জন্য তামিম যেতে পারেন দেশের বাইরেও। আপাতত তাই মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই। ভক্তরা অবশ্য জানতে চান, তামিম আবার কবে মাঠের খেলায় ফিরতে পারবেন? এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার কথা বলেন এই প্রসঙ্গে।
শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, তা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা বলতে পারবেন। সেই সময় তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার পর বোঝা যাবে খেলা যাবে কি না।’
এর আগে ২৪ মার্চ হার্ট অ্যাটাক করার পরদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তামিম লিখেছিলেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই।’ গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?