সুস্থতা ও সমৃদ্ধির বার্তা দিলেন তামিম

তামিম ইকবালের জন্য এবারের ঈদটা অন্যরকম। এক সপ্তাহ আগেই দেখেছেন জীবনের অনিশ্চয়তা। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে এখন আগের চেয়ে ভালো আছেন তিনি। হার্ট অ্যাটাকের পর বাসাতেই পালন করছেন ঈদ। পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর মাঝে ভক্ত-সমর্থকদের জানালেন ঈদের শুভেচ্ছা।
অফিসিয়াল ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘এই ঈদে আল্লাহ আপনাদের সহায় হোক। সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ নিয়ে ঈদ আসুক জীবনে। ঈদ মোবারক।’
দেশসেরা ওপেনার তামিমের হার্টে ব্লক ধরা পড়ে ২৪ মার্চ। সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। হার্টে রিং পরানো হয়। পরবর্তীতে তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। সেখান থেকে নেওয়া হয় বাসায়।
হার্ট অ্যাটাক করার পরদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তামিম লিখেছিলেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই।’গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?