ঈদ শুভেচ্ছায় যে বার্তা দিলেন হামজা-জামাল

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। ফুটবল ছাপিয়ে তাকে নিয়ে মেতেছে গোটা দেশ। বাংলাদেশ দলের এই ফুটবলারও আপন করে নিয়েছেন বাংলাদেশের মানুষকে। জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
বাংলাদেশে আজ সোমবার (৩১ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া এক ভিডিওতে দেশের মানুষকে ঈদশুভেচ্ছা জানান হামজা।
ভিডিওবার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুক ঈদ।’
একই ভিডিওতে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সঙ্গে উপভোগ করছেন। সবাই ভালো থাকুন।’
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2..." width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
দীর্ঘদিন পর দেশের ফুটবলে বইছে সুদিনের হাওয়া। হামজা চৌধুরীর আগমন বদলে দিয়েছে দৃশ্যপট। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বাফুফে। ভক্ত-সমর্থকরাও ফের ফুটবলমুখো হয়েছেন। নিয়মিত খোঁজখবর রাখছেন। সবমিলিয়ে, ফুটবলের ভালো সময় ঈদের আনন্দকে বাড়িয়ে দিচ্ছে বহুগণ।