ক্রীড়া দিবসে অন্যান্য খেলা নিয়ে ফারুক আহমেদের বার্তা

শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া দিবস। একই সঙ্গে বাংলাদেশেও আজ রোববার (৬ এপ্রিল) পালন করা হচ্ছে দিনটি। এবারের ক্রীড়া দিবসের প্রতিপাদ্য— ক্রীড়াঙ্গনে সবার জন্য সমতা নিশ্চিত করা এবং সামাজিকভাবে খেলাধুলাকে যুক্ত করা।
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। তারুণ্যের শক্তিকে ধারণ করে এবারের জাতীয় ক্রীড়া দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে—তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠকও সংশ্লিষ্টরা নানা কর্মসূচি পালন করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত র্যালিতে অংশ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। র্যালি শেষে গণমাধ্যমের মুখোমুখি অন্যান্য খেলা নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেন, ‘আমি আশা করব যারা যে ফেডারেশনে আছেন, তারা শুধু জাতীয় দল বা আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার কথা চিন্তা করলেই হবে না। তাহলে কিন্তু উন্নতি হবে না। আপনাদের বের করতে হবে, যে খেলাটায় আছেন, সেটা কীভাবে সাধারণ মানুষের কাতারে নিয়ে যাওয়া যায়। এটার সুফল হয়তো এখন পাবেন না, তবে আমি নিশ্চিত পাঁচ দশ বছর পর সুফল পাবেন।’
বিনোদনের অন্যতম মাধ্যম খেলাধুলা। শরীর ও মন ঠিক রাখতে জুড়ি নেই খেলাধুলার। খেলাধুলার প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে বিসিবি সভাপতি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন অপেক্ষা করতাম বিকেল ৪টা থেকে ৬টার জন্য। সারাদিন অপেক্ষায় থাকতাম কখন সময়টা আসবে। খেলাধুলা একটা স্পিরিট। এটার আগ্রহ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাতে তরুণরা বিপথে যাওয়ার হাত থেকে বাঁচতে পারবে।’